ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণ না হওয়া পযর্ন্ত শিক্ষা প্রশাসনে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদায়ন না করা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকরা মানব বন্ধন করেছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে ইসলামী ব্যাংকের সামনে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও তিলাই উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, বাবুর হাট উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, চরবারুইটারী আলীম মাদরাসার অধ্য্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন,রইচ উদ্দিন বাদশা মইদাম উচ্চ বিদ্যালয় ও শহীদ লে:সমাদ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক দেলোয়ার হোসেন প্রমুখ।
পরে শিক্ষকদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষা সচিব বরাবরে স্মারক লিপি প্রদান করেন।