ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ “মায়ের দেয়া খাবার খাই, মনের আনন্দে স্কুলে যাই” প্রতিপাদ্যের আলোকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় মীনা দিবস উপলক্ষ্যে র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী খোকন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মুকুল চন্দ্র বর্মন ও জাকির হোসেন প্রমুখ।