ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ ভূরুঙ্গামারীতে মুক্তিযুদ্ধের সংগঠক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান পশির উদ্দিন আহমেদের মৃত্যু হয়েছে (ইন্না—রাজেউন)। মৃত্যুকালে তঁার বয়স হয়েছিলো ৮৬ বছর। বার্ধক্য জনিত কারনে মঙ্গলবার দিবাগত রাত ২ টায় নিজস্ব বাসভবনে তঁার মৃত্যু ঘটে। তিনি মুক্তি যুদ্ধের অন্যতম সংগঠক হলেও অভিমান করে মুক্তিযোদ্ধার তালিকায় নাম ওঠাননি। তিনি ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। বুধবার সকাল ১১ টায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।