ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারী উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে রাজস্ব বাজেটের আওতায় পোনামাছ অবমুক্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ পুকুরে ২০২২-২৩ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় জলাভূমি,বর্ষাপ্লাবিত ধানক্ষেত,প্লাবনভূমি,প্রাতিষ্ঠানিক জলাশয়ে বিভিন্ন প্রজাতির এ পোনামাছ অবমুক্তি কার্যক্রম করা হয়। উপজেলার নির্বাচিত ১১টি জলাশয়ে বিভাজন করে প্রায় ৪২১ কেজি রুই,কাতল ও মৃগেল মাছেরপোনা বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও দীপক কুমার দেব শর্মা, ইসমোতারা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কুড়িগ্রাম সদর,উপজেলা কৃষি কর্মকর্তা সুজন কুমার ভৌমিক,প্রাণীসম্পদ কর্মকর্তা শামীমা আক্তার,মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী প্রমুখ।