ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) সংবাদদাতাঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্যাপক কর্মসুচির মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বিভিন্ন সংগঠনের সমাবেশ,আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলা ট্রাক.ট্যাংক,লড়ী ও কাভার্ট ভ্যান শ্রমিক ইউনিয়ন ভূরুঙ্গামারী শাখার উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সীলের সহঃ সাংগঠনিক সম্পাদক বীর মুক্তি যোদ্ধা ওসমান গনী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রকৌশলী আশরাফুল আলম সুমন। সংগঠনের সভাপতি জয়বর আলী ড্রাইভারের সভাপতিত্বে মহান মে দিবসের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সম্পাদক মমিনুল ইসলাম মমিন ড্রাইভার,উপদেষ্টা সুজাউদ্দৌলা ও শাহ মোহাম্মদ আরিফুজ্জামান রনী। পরে শাখা অফিস থেকে একটি বিশাল র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এছাড়াও রবিউল ইসলাম গামা ড্রাইবারের নেতৃত্বে উত্তর ধরলা মোটর শ্রমিক ইউনিয়ন ভূরুঙ্গামারী শাখা,শাফিউর রহমান সুমনের নেতৃত্বে ভূরুঙ্গামারী উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়ন,আব্দুল মজিদের নেতৃত্বে ভূরুঙ্গামারী ট্রলি চালক সমবায় সমিতি ও খবিরুল হোসেনের নেতৃত্বে ভূরুঙ্গামারী ঠেলাগাড়ী চালক সমবায় সমিতি পক্ষ থেকে পৃথক পৃথক বর্ণাঢ্য র্যালী ও সমাবেশের আয়োজন করে।