ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার (২৯ আগষ্ট) দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদে ও চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামে প্রায় ৭০০ পরিবারের মাঝে এ ফুড প্যাকেজ বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম জেলা শাখার চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য ও কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলী, উপজেলা চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, ইউএনও ফিরুজুল ইসলাম, উপজেলা আওয়ামীলিগের সভাপতি শাহজাহান সিরাজ, রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম জেলা শাখার সদস্য কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র কাজিউল ইসলাম, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য ও জেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোমান ,জেলা পরিষদ সদস্য মাহমুদা ডেইজি প্রমুখ।
নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের দেওয়া প্রতিটি প্যাকেটে ৭.৫ কেজি চাল,১কেজি ডাল,১কেজি চিনি ,আড়াই কেজি আলু ,১ লিটার তেল ,১ কেজি লবন ও ৫০০ গ্রাম সুজি বিতরন করা হয়।