ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সুপারি বাগানের দেড়শতাধিক চার গাছ কর্তন ও উপরে ফেলেছে দুর্বৃত্তরা।
শনিবার দিবাগত রাতে ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের (কচাকাটা থানা) শাহীবাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকার কৃষক আমির হোসেন কিছুদিন আগে তঁার ১৮ শতাংশ জমিতে দেড়শতাধিক সুপারির চারা রোপন করেন। আমির হোসেনের দাবি, কেউ শত্রুতা করে রাতের আঁধারে সুপারি বাগানে রোপিত চারাগুলো কর্তন করার পাশাপাশি সেগুলো উপরে পার্শ্ববর্তী বাঁশ বাগান ও রাস্তার ধারে ফেলে রাখে যা তিনি রোববার সকালে দেখতে পান।
কচাকাটা থানার ওসি (তদন্ত) শফিকুল আলম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।