ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২ জন শিক্ষক ও ১ অফিস সহায়কের বিদায় উপলক্ষে আলোচনাসভা ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার তিলাই উচ্চ বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি হাজী মশিউর রহমান। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা। বক্তব্য রাখেন অধ্যক্ষ বাবুল আক্তার, প্রধান শিক্ষক আমজাদ হোসেন বিদায়ী শিক্ষক জয়নুল আবেদীন সরকার ও আবু মুসা। পরে বিদায়ী শিক্ষক জয়নুল আবেদীন , মোছাঃ রোকেয়া বেগম, অফিস সহায়ক আবু মুসাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া সাবেক প্রধান শিক্ষক মোবারক হোসেন,আব্দুল আজিজ, নুর মাহাম্মদ ও হযরত আলীকে মরনোত্তর সংবর্ধনা প্রদান করা হয়। এউপলক্ষে বিদ্যালয়টির সকল ব্যাচের শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *