ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
ভূরুঙ্গামারীতে মহিলা ডিগ্রী কলেজের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে মহিলা কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক মন্ডলী এ কর্মসুচি পালন করে। মহিলা কলেজ থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ খালেদুজ্জামান সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ সাইফুল বারী খান ,প্রভাষক মাসুদ আল করিম,মাসুদা ডেইজি, অভিভাবক নুর ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি স্মারক লিপি প্রদান করা হয়। স্মারক লিপি গ্রহণ করে উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী বলেন, সমস্যাটি প্রশাসনিক ভাবে দেখা হবে। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হবার আহ্বান জানান। উল্লেখ্য, গত এইচএসসি পরীক্ষায় মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের বিরুদ্ধে হয়রানী, ভয়ভীতি প্রদর্শন সহ ব্যবহারিক পরীক্ষায় কম নম্বর দেবার অভিযোগ এনে ভূরুঙ্গামারী ডিগ্রী কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক মন্ডলী গত বৃহস্পতিবার প্রতিবাদ কর্মসুচি পালন করেছে। আর এ কর্মসুচিকে মিথ্যা বনোয়াট ও ভিত্তিহীন দাবী করে মহিলা কলেজ (শনিবার)পাল্টা কর্মসুচি পালন করে। উল্লেখ্য, এবছর উপজেলায় এইচএসসি পরীক্ষার ফলাফলে দারুন বিপর্যয় ঘটে। আর এঘটনায় দু’কলেজ পরস্পরকে দোষারোপ করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *