ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা তথ্য অফিস এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। প্রেসব্রিফিং অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান ও সোনাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলহাজ বাবুল আক্তার উপস্থিত ছিলেন। মাননীয় প্রধান মন্ত্রীর ১০টি ব্রান্ডিং কর্মসুচি, একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ন প্রকল্প,ডিজিটাল বাংলাদেশ,শিক্ষা সহায়তা কর্মসুচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসুচি, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক বিশেষ উদ্যোগ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের অবহিতকরা হয়।