ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীতে সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির কমিউনিটি হেলথ কেয়ারের উপজেলা শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা হল রুমে এই কমিউনিটি হেলথ কেয়ারটি উদ্বোধন করা হয়। উপজেলার দরিদ্র ও অসহায় সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে নিয়োজিত থাকার প্রত্যেয়ে সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি নামক সেবামূলক এনজিওটির অত্র শাখাটি স্থাপিত করে । এনজিওটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে দুস্থ ও গরীব লোকদের আইনি সহায়তা প্রদান, তাদের পূর্নবাসন , প্রতিবন্ধীদের সহায়তা, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস । গরীব রোগিদের চিকিৎসা প্রদান, মাদকদ্রব্য সেবন প্রতিরোধ এবং মাদকাসক্তদের চিকিৎসা সহ বিভিন্ন মুখী কার্যক্রম প্রতিষ্ঠা করা। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনজিওটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আনোয়ার- ই- তাসলিমা , ভাইস চেয়ারম্যান শাহাদৎ হোসেন মুন্না, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, সহকারী পুলিশ সুপার, ভুরুঙ্গামারী সার্কেল শওকত আলী, ভাইস চেয়ারম্যান শাহানার বেগম মীরা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *