ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্বামীর মৃত্যুরসংবাদ শুনেহার্ট এ্যাটাকে স্ত্রীর মৃত্যুহয়েছে। ১৭ জানুয়ারী(রোববার) রাতে উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামে মর্মান্তিক এই মৃত্যুরঘটনাটি ঘটে।
এলাকাবাসি সূত্রে জানাগেছে, দেওয়ানেখামারগ্রামের মৃত পনিরউদ্দিনএর তৃতীয় পুত্র নূর আমিন (৭০)দীর্ঘ দিন থেকে বার্ধক্য জনিতনানা রোগে ভোগছিলেন। রোববার রাত সাড়ে নয়টায় তিনি মৃত্যুবরণ করেন। স্বামীর মৃত্যুর খবর শুনে স্ত্রী
রোকেয়া বেগম (৬০) হার্ট এ্যাটাক করে রাত ১০ টার সময় মৃত্যু বরণ করে।
মৃত্যুকালে তারা তিনটি পুত্রসন্তান রেখে গেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার দুপুর ২ ঘটিকায় তাদের নামাযে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।