ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীতে স্বামী ও স্ত্রী দুজনের শরীরে করোনা ভাইরাসের রিপোর্ট পজিটিভ সনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৮ ।
নতুন করে করোনায় আক্রান্ত দুই জন হলেন উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের নজরুল ইসলাম (৫০)ও তার স্ত্রী ছামিনা বেগম (৪০)। গত ৫ জুলাই তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপরে পাঠায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর করোনা ইউনিট। আজ,প্রাপ্ত ফলাফলে এ তথ্য পা্ওয়া যায়।
একটি সূত্র জানিয়েছে আক্রান্ত নজরুল একজন ব্যাবসায়ী। সে মাঝে মধ্যেই ব্যাবসার কাজে ঢাকা সহ বিভিন্ন জেলায় যাতায়াত করতেন।সেখান থেকেই তিনি করোনায় সংক্রমিত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এস এম সায়েম জানান, নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত দুই ব্যক্তি নমুনা দেওয়ার পর থেকে নিজ বাড়ীতে আইসোলেশনে আছেন।আজ তাদের দুই জনের ফলাফল পজিটিভ সনাক্ত হয়। তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেয়া হয়েছে। নমুনা নেওয়ার সময় তারা সদ্দি জ্বরে ভুগছিলেন। তিনি আরো বলেন আক্রান্ত ব্যাক্তি সংক্রমিত এলাকায় যাতায়াতের কাবনে সেখান থেকেই তারা সংক্রমিত হয়েছেন বলে প্রাথমিক ভাবে ধারনা করছি।