ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ১ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম রেজাউল করিম জুয়েল (১৭)। সে রংপুর কলেক্টরেট স্কুলের দশম শ্রেণির ছাত্র।
রোববার বিকেল সাড়ে তিনটার দিকে ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর সড়কের লক্ষী মোড় নামক এলাকায় এই দু্র্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নাগেশ্বরী উপজেলা কেদার ইউনিয়নের বাহের কেদার তাড়িয়া এলাকার হাতেম আলীে ছেলে জুয়েল অপর এক আরোহী সহ মোটরসাইকল চালিয়ে ভূরুঙ্গামারী থেকে বাড়ির দিকে ফিরছিল। সোনাহাট স্থলবন্দর সড়কের লক্ষী মোড়ে একটি ইট বোঝাই ট্রলিকে অতিক্রম কালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলির সামনে পড়ে যায়। এতে জুয়েল রানা ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।
ভূরুঙ্গামারী থানা ওসি আলমগীর হোসেন সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোনাহাট স্থলবন্দর সড়ক মেরামতে ব্যবহৃত খোয়া মোটরসাইকেলের চাকার নিচে পড়ায় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলির সামনে পড়ে যায় এবং চলন্ত ট্রলি চাপায় মারা যায়।