ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা ঃ
ভূরুঙ্গামারীতে ১০১ পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রির ১৩ হাজার টাকাসহ এক মুক্তিযোদ্ধার পুত্র বধুকে আটক করেছে থানা পুলিশ। সোমবার উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের রেল বস্তিতে দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে থানা পুলিশ ঐ মুক্তিযোদ্ধা আজিজুল হকের বাড়িতে অভিযান চালায়। এসময় ঘরের ভিতর রক্ষিত একটি স্কুল ব্যাগে ১০১ পিচ ইয়াবা টেবলেট ও ইয়াবা বিক্রির ১৩ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়। জয়মনির হাটের ইয়াবা স¤্রাজ্ঞী (মুক্তিযোদ্ধা আজিজুলের ২য় স্ত্রী) জোহরা বেগম পালিয়ে গেলেও তার সহযোগী পুত্রবধু মাসুদা বেগম (৩২) কে পুলিশ আটক করে। এসময় এদের ব্যবহৃত ৩টি মোবাইল সেটও উদ্ধার করা হয়। ওসি ইমতিয়াজ কবির জানান, এই মুক্তিযোদ্ধার স্ত্রী জোহরা বেগম এলাকায় মাদক স¤্রাজ্ঞী হিসাবে পরিচিতি লাভ করেছে। তার নামে ভূরুঙ্গামারী থানায় একাধিক মাদক বিক্রির মামলা রয়েছে। জামিনে এসে পুনরায় তারা মাদক বিক্রি শুরু করে।