স্টাফ রিপোর্টার, ভূরুঙ্গামারী ঃ
সরকার ঘোষিত হতদরিদ্রদের মাঝে স্বল্পমূল্যে চাল বিতরনের তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। হতদরিদ্ররা না পেয়ে এ চাল চলে যাচ্ছে ধনীর ঘরে। উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেও প্রতিকার পাননি ভূক্তভোগীরা।
জানা গেছে, উপজেলার চর-ভূরুঙ্গামারী ও পাইকেরছড়া ইউনিয়নে হতদরিদ্রদের তালিকা প্রনয়নে অনিয়ম, একই পরিবারের একাধিক নামের কার্ড অর্ন্তভুক্তকরন, সরকারী চাকুরিজীবি ও ধনী ব্যক্তিদের নামে রেশন কার্ড বিতরন করা হয়েছে। এছাড়াও বিত্তবানদের নামের কার্ডের চাল বিক্রি করা হচ্ছে পাইকারদের কাছে।
অভিযোগে রয়েছে উপজেলার চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে হতদরিদ্রের মাঝে চাল বিতরন তালিকায় ৫৩৭ টি কার্ড দেয়া হয়েছে। এর মধ্যে ২৪৬ থেকে ২৫৯, ৩২৯ – ৩৩২, ৩৫৬ – ৩৬২, ৪৪৯, ৪৫৬, ৪৫৯, ৪৬৩ – ৪৬৬, ৪৮৯, ৪৯৫, ৫১৯, ৫২৭, ৬৯০ নং কার্ডধারী (৩৭ জন) ধনী ব্যক্তি, ২৮৩, ৩৬১, ৪৪৯নং (০৩) জন চাকুরীজীবি, ৩১৭, ৩৩১,৪৩৫, ৩৪১ নং কার্ডধারী একই পরিবারের, ১৬০, ৪২০ নং কার্ড বিতরন হয়নি।
এছাড়া পাইকেরছড়া ইউনিয়নে ৮নং ওয়ার্ডের ৮৬১, ৮৬৪, ৮৭১-৮৮০, ৮৮৩-৯৯৪ নং কার্ডধারী (২০ জন) ধনী ব্যক্তিকে দেয়া হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীরা ইউপি চেয়ারম্যানদের কাছে মৌখিক অভিযোগ করে প্রতিকার না পেয়ে গত ৪ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
চর-ভূরুঙ্গামারী ইউপি চেয়ারম্যান ফজলুল হক জানান, তালিকা প্রণয়ন করেছে মেম্বারগন তবে কিছু অনিয়মের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।
পাইকেরছড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, তালিকা প্রণয়নে কিছু অনিয়ম হতে পারে তবে বিষয়টি দেখা হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলাম জানান, দুটি ইউনিয়নে চাল বিতরনে অনিয়মের অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান।