বিশেষ প্রতিবেদকঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আমদানী নিষিদ্ধ ভারতীয় ১৮ বোতল ফেন্সিডিল ও ১টি অটো রিক্সা সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ভূরুঙ্গামারী পুলিশ । বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওসি তাপস চন্দ্র পন্ডিতের এর নেতৃত্বে এক দল পুলিশ উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের (শহীদ সামাদ টেকনিক্যাল কলেজ) কাছে অভিযান চালিয়ে ১৮৮ বোতল ফেন্সিডিল সহ ঐ ২ জনকে গ্রেফতার করে । গ্রেফতারকৃতরা হলেন কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউপির মাঠের পাড় গ্রামের আব্দুল হক এর পুত্র মানিক মিয়া(৪০) ও একই গ্রামের আবুল হোসেনের পুত্র মিজানু রহমান (৩৯)। জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। পরে তাদের নামে চোরাচালান আইনে মামলা করা হয়। মামলা নং ২৬।