ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই কেজি গঁাজাসহ হজরত আলী(৩০) নামক এক মাদক ব্যাবসায়ীকেআটক করেছে থানা পুলিশ।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভূরুঙ্গামারী নাইট কোচ ষ্ট্যান্ডে একটি ব্যাটারী চালিত অটো রিক্সায় চালের বস্তা থেকে দুই কেজি গঁাজা সহ ঐ ব্যক্তিকে আটক করে পুলিশ। আটককৃত হজরত আলী জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারী গ্রামের মৃত আব্দুল মালেকের পুত্র। আটকের সময় তার সঙ্গি পালিয়ে গেলে জিজ্ঞাসাবাদে হজরত আলী জানায়, তার নাম মাইদুল ইসলাম পিতা আবেদ আলী। তারা দুই জন একই গ্রামের বাসিন্দা।
ওসি ইমতিয়াজ কবির আটকের সত্যতা স্বীকার করে জানান মাদক দ্রব্য আইনে রাতেই আটক কৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলা নং ৬.৩.২০২০/৬