ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধি ঃ
ভূরুঙ্গামারীতে ২০টি পূজা মন্ডপে শারদীয় দূর্গোৎসবের আয়োজন চলছে। প্রতিমার গায়ে রং তুলির আল্পনার কাজ চলছে দ্রুত গতিতে। অপরদিকে হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে ঘরে-বাইরে চলছে ব্যস্ততা। গৃহিণীরা ব্যস্ত রয়েছেন ঘর-বাড়ি গোছানো সহ নানা রকম মিষ্টান্ন সামগ্রী তৈরিতে। পূজোপলক্ষ্যে নতুন জামা-কাপড় কেনার ভীড় জমেছে দোকানে দোকানে। আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনিক ভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পূজায় আগত ভক্তবৃন্দের আহার্য্যে জন্য প্রতি মন্ডপে ৫শ কেজি চাল বরাদ্দ দিয়েছে সরকার।
জানা গেছে, আসন্ন শারদীয় দূর্গোৎসবে উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে উপজেলা সদরের কেন্দ্রীয় ইন্দ্র প্রসাদ দেব মন্দির সহ ১৬টি, বলদিয়া ইউনিয়নে ২টি,জয়মনিরহাট ইউনিয়নে ১টি,আন্ধারীঝাড় ইউনিয়নে ১টি সহ সর্বমোট ২০টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হতে চলেছে। এছাড়াও মাত্র একটি হিন্দু পরিবারে বসন্তকালীন দূর্গোৎসব পালিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি শ্রী স্বপন কুমার সাহা বলেন, এ বছর ২০ টি পূজা মন্ডপে শারদীয় দূর্গোৎসব পালিত হবে। আগামী ৯ অক্টোবর বুধবার মহা ৬ষ্ঠী পূজার মধ্য দিয়ে পাচঁদিন ব্যাপি এ দূর্গোৎস পালিত হবে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়ে পূর্ণ আশ্বাস পাওয়া গেছে। আমরা আশা করছি প্রতিবারে ন্যায় এবারও আনন্দ মুখর পরিবেশে দূর্গোৎসব উদযাপন করতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *