ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ২৩.১০.২২
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৩ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।গ্রেপ্তারকৃত হলো উপজেলা সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের মৃত আব্দুস ছাত্তারের পুত্র মাসুদুর রহমান ছোটন(৩৭) ও ভোটহাট গ্রামের আব্দুল মান্নানের পুত্র রশিদুল ইসলাম ইসলাম রাজু(৩২)।
ভূরুঙ্গামারী থানার ওসি ইনচার্জ মোঃ আলমগীর হোসেনের নির্দেশনায় মাদক বিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোতাসছিম বিল্লাহর নেতৃত্বে পুলিশের টহলদল রাত আনুমানিক ১১.৩০ ঘটিকার সময় কামাত আঙ্গারিয়া গ্রামের মাদক ব্যবসায়ী মাসুদুর রহমান ছোটনের বাড়ীতে অভিযান চালিয়ে ৯হাজার টাকা মুল্যের ৩ গ্রাম হেরোইন সহ তাদের গ্রেপ্তার করে । পরে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পুর্বক গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। ওসি আলমগীর হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান কুড়িগ্রাম জেলা পুলিশের নির্দেশনায় নিয়মিত মাদক বিরোধী অভিযান চলছে এবং অভিযান অব্যাহত থাকবে।