আব্দুর রাজ্জাক স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ২২ মার্চ বুধবার উপজেলা অডিটোরিয়াম রুমে ৪র্থ পর্যায়ে ইউনিয়ন ভিত্তিক পূর্ণবাসিত ক শ্রেণির ভূমিহীন ও গৃহহীনের মাঝে ৩৩ টি সরকারি ঘর ও সনদপত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা,উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী আঃ কাদের প্রমানিক,উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন মন্ডল,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা পারভীন মীরা,উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীনসহ ভূমিহীন ও গৃহহীন পরিবারা উপস্থিত ছিলেন।
ভূমিহীন ও গৃহহীন পরিবারা সরকারের দেওয়া ঘর পেয়ে আনন্দিত হয়েছেন এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেছেন।