ভুরুঙ্গামারী প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দু’দিনব্যাপী ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী ও ভূরুঙ্গামারী সরকারি কলেজের অধ্যক্ষ তাহমিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামীমা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।