ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধি:
ভূরুঙ্গামারীতে ৮শ বাস শ্রমিক পেল প্রধানমন্ত্রীর উপহার। উপজেলা প্রশাসনের মাধ্যমে বৃহস্পতির (২২ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ত্রান ও দূর্যোগ মন্ত্রণালয়ের আওতায় করোনার কারনে লকডাউনে কর্মহীন হয়ে পড়া বাস শ্রমিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া এই ত্রান সামগ্রীর প্যাকেট বিতরন করা হয়।প্যাকেটে আছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল ১ কেজি লবন ১ কেজি চিনি ২ কেজি চিড়া নুডুলস আধা কেজির ১ টি প্যাকেট ও ১ লিটার সয়াবিন তেল।
এই ত্রাণ সামগ্রীর প্যাকেট বিতরনের সময় উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী,উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহজাহান সিরাজ,সদর চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আনিছুর রহমান, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, উত্তর ধরলামটর শ্রমিক ইউনিয়নের সভাপতি বশির উদ্দিন বাঁশি ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান প্রমুখ।