ভুরুঙ্গামারী প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীর আন্ধারীঝাড়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার আন্ধারীঝাড় বাজারে ফিতা কেটে এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী ও এক্সিকিউটিভ ভাইসপ্রেসিডেন্ট ও রংপুর জোন প্রধান একেএম পেয়ার আহম্মেদ। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক ভূরুঙ্গামারী শাখা প্রধান একেএম মোজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, ব্যবসায়ী জাভেদ মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জোন প্রধান এ্েকএম পেয়ার আহম্মেদ। উল্লেখ্য, মেসার্স সুপ্ত ট্রেডার্স এজেন্ট ব্যাংকিং পরিচালনা করবেন।