ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীর আন্ধারীঝাড় ইউনিয়নে করোনাকালীন সময়ে কর্মহীন শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ত্রাণ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার অত্র ইউনিয়ন পরিষদ চত্তরে মোট ৩৮৯ জন সুবিধা ভোগীর মাঝে প্রতিজন সুবিধা ভোগিকে ত্রাণ সামগ্রীর প্যাকেজে ১০ কেজি চাল, ৫০০ গ্রাম ডাল, ১ কেজি আটা, ১ কেজি লবণ ও ৫০০ গ্রাম প্যাকেট ভোজ্য তেল বিতরণ করা হয়। বিতরণ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল,ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ খোকন, ট্যাগ অফিসার রতন মিয়া ও ইউ’পি সদস্য বৃন্দ।