ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীর বাবুরহাট বাজারে অবৈধ দখলদার কর্তৃক সরকারী নির্দেশনা না মেনেই দোকানঘর নির্মাণ করে বন্ধ রাখায় হাটের টোল আদায়ে বিঘ্ন ঘটায় ইজারাদাররা ক্ষতির সম্মুখীন। সরকার হারাচ্ছে হাজার হাজার টাকার রাজস্ব।
জানাগেছে উপজেলার চর-ভূরুঙ্গামারী ইউপির অন্যতম প্রসিদ্ধ বাবুরহাট বাজারটি বৃটিশ আমলে তৎকালীন দানবীর শ্রী কৈলাশ রঞ্জন বাবুর নামে বাবুরহাটটি প্রতিষ্ঠিত হয় এবং তিনি বাবুরহাট বাজার নামে ৫০ শতক জমি দান করেন। বাজারটি প্রতিষ্ঠার পর থেকে প্রায় শতাধিক ব্যবসায়ী বিভিন্ন ব্যবসা করে আসছে। ভূরুঙ্গামারী টু নতুন হাট গামী সড়কটি পাকা হওয়ার পর থেকে বাজারটির গুরুত্ব বেড়ে যাওয়ায় এলাকার কিছু সংখ্যক ব্যক্তি ব্যবসা না করা সত্বেও বাজারে ক্ষমতার দাপট দেখিয়ে প্রায় ১৭ টি দোকান ঘর নির্মাণ করে বন্ধ করে রাখায় হাটের অন্যান্য দোকান পাটের সমস্যায় অনেকে বাজার ছেড়ে দিয়ে অন্যত্র চলে যাওয়ায় হাটের টোল আদায়ে বিঘ্ন ঘটায় সরকারী হাজার হাজার টাকার রাজস্ব বঞ্চিত হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে। এছাড়া হাটের গলিপথে দোকানঘর নির্মাণ করে জোর পুর্বক ব্যবসা করে টোল দিচ্ছেনা বলেও অভিযোগ রয়েছে। বাজারটির উন্নয়ন কল্পে ইজারাদার রাশেদুজ্জামান বাবু চর ভুরুঙ্গামারী ইউনিয়ন ভূমি উপসহকারী শ্রী বিমল চন্দ্র দাসের নিকট অভিযোগ করলে তিনি ২০ মে/২০১৮ ইং বাজারের সরকারী সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণ সহ জবর দখলকৃত জায়গা খালি করার নির্দেশ প্রদান করা সত্বেও অবৈধ দখলদাররা সরিয়ে না নেয়ায় ইজারাদার গত ১৩ আগষ্ট অবৈধ দখলদারদের বিরুদ্ধে অবৈধ দোকানপাট উচ্ছেদ করণের উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করলে চর ভুরুঙ্গামারী ইউনিয়ন ভূমি উপসহকারী শ্রী বিমল চন্দ্র দাসকে নির্দেশ দিলেও রহস্যজনক কারনে আজও অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়নি। এ বিষয়ে ইউনিয়ন ভূমি উপসহকারী শ্রী বিমল চন্দ্র দাসের নিকট জানতে চাইলে তিনি জানান,বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট আলোচনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।উপজেলা নির্বাহী অফিসার এসএইচ এম মাগফুরুল হাসান আব্বাসী জানান,বাবুরহাটবাজারে অবৈধ দখলদারদের প্রয়োজনীয় কাগজপত্র সহ হাজির হওয়ার জন্য নোটিশ প্রদান করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র সহ হাজিরে ব্যর্থ হলে তাদের উচ্ছেদ করণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। জরুরী ভিত্তিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে বাবুরহাট বাজারটির ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকার সুধী সমাজ।