ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীর মইদামে ভয়াবহ এক অগ্নিকান্ডে একটি বসতবাড়ীসহ প্রায় ২লক্ষ টাকার মালামাল পুড়ে ভস্মিভূত হয়েছে।
শুক্রবার (১৫ জানুয়ারী) রাত আনুমানিক ১০ টার সময় উপজেলার পাথরডুবি ইউনিয়ন এর মইদাম গ্রামের, মইদাম বাজার থেকে পাগলারহাট গামী (মধ্যপাড়া) সড়কের পাশে অগ্নিকান্ডের এই ভয়াবহ দূর্ঘটনাটি ঘটে।
জানা গেছে বাড়ির মালিক মৃত হোসেন আলীর পুত্র তাজম আলি মৃত। অগ্নিকান্ডে তার বসতবাড়ির ৩টি ঘর পুড়ে ভস্মিভূত হয়ে যায়। সাথে নগদ টাকা ও ৩ টি গরু পুড়ে যায়।
পাশের বাড়ির লোকজন হঠাৎ আগুন দেখতে পেয়ে আত্মচিৎকার করে। পরে এলাকাবাসী এগিয়ে এসে দেখেন মূহুর্তেই আগুন বাড়িটির চারদিকে ছড়িয়ে পড়েছে। লোকজন আগুন নেভাতে ব্যর্থ হলে পার্শ্ববতী নাগেশ্বরী উপজেলায় অবস্থিত ফায়ার ষ্টেশনে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থলে আসে। প্রায় ১ ঘন্টা অব্যাহত চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রনে আসে।
তাজম আলি জানান, তার ৩টি টিনের ঘর দরজা – জানালাসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
নাগেশ্বরী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ইমন মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্ত করে আগুন লাগার কারণ উদঘাটন করা হবে।