ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)সংবাদদাতাঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের শীতার্ত দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ২২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার সকালে ভূরুঙ্গামারীর শালজোড় বিওপি ক্যাম্পের উদ্যোগে উপজেলার শিলখুড়ী ইউনিয়নের শালজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে দুই শতাধিক দুস্থ মানুষকে কম্বল দেওয়া হয়।
সেক্টর কমান্ডার কর্নেল মোঃ ইয়াসির জাহান হোসেন পিএসসি ও লেঃ কর্নেল মোহাম্মদ আব্দুল মোত্তাকিম এসপিপি এসব কম্বল বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে মেজর মাহবুবুল আলম, সুবেদার মোঃ মোজাম্মেল হক, নায়েব সুবেদার দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।