ড্রাইভারসহ আহত-২
ভূরুঙ্গামারী( কুড়িগ্রাম)প্রতিনিধি ঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রলি উল্টে হেলপার নিহত। ড্রাইভারসহ আহত হয়েছে দুই জন।
জানাগেছে, সোমবার সকালে সোনাহাট স্থল বন্দর থেকে একটি বেডফোর্ড(ট্রলি) মাল নেবার জন্য ভূরুঙ্গামারী বেপরোয়া গতিতে আসার পথে লক্ষ্মীমোড় নামক স্থানে পৌছলে ট্রলিটি উল্টে যায় এবং ঘটনা স্থলেই ট্রলির হেলপার শাহীন মিয়া (২৫) নিহত হয়। শাহীন বানুর কুটি গ্রামের মৃত নুরুজ্জামানের পুত্র। ড্রাইভার মুন্না মিয়া (২০) এবং যাত্রী রাকিব(১৮) কে গুরুতর আহত অবস্থায় ভূরুঙ্গামারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা সকলেই বানুর কুটি গ্রামের বাসিন্দা। ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।