ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
জাতীয়তাবাদী ছাত্র দল ভূরুঙ্গামারী উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জাতীয়তাবাদী ছাত্র দলের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আমিমুল ইহসান ও সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল এই কমিটি অনুমোদন করেন। একটি সূত্র জানিয়েছে গত ৮ ফেব্রুয়ারি এই কমিটি অনুমোদন দেওয়া হলেও বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি ) রাতে তা প্রকাশ করা হয়।
মিজানুর রহমান মিন্টুকে আহ্বায়ক ও মাইদুল হোসাইন কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।কমিটির যুগ্ন আহবায়ক হলেন ফারুক হোসেন বাবু,রেজাউল করিম,রোমান হোসেন,মাইদুল ইসলাম,আল আমিন কানন,সেলিম মিয়া,সুমন বাবু ও মোকাদ্দেস হোসেন সদস্যরা হলেন জাহাঙ্গীর আলম,ফাহিম হোসেন,আজিজুল হক,আরাফাত হোসেন নবীন,সুমন তরফদার,সবুর মিয়া,রোমান হোসাইন,লিয়াকত ইসলাম,আবিদ হোসেন মিম,আমিনুর রহমান ও রাজু মিয়া।
উক্ত আহবায়ক কমিটিকে আগামি ৬০ কার্য দিবসের মধ্যে তাদের অধিনস্ত ইউনিয়ন ও ইউনিট সমুহের কমিটি করে জেলা ছাত্র দলের কায্যালয়ে প্রেরণের জন্য নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা ছাত্র দলের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন (বাবু) এই আহ্বায়ক কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেছেন।
নব নিযুক্ত আহবায়ক মিজানুর রহমান মিন্টু বলেন, আমাদের এই কমিটি দ্রুততম সময়ের মধ্যেই পূনাঙ্গ কমিটি গঠন করে ঝিমিয়ে পড়া ছাত্র দলকে জাগিয়ে তুলে সংগঠনের ঐতিহ্য ফিরিয়ে আনব ইনশাআল্লাহ