ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীতে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২,ভাইস চেয়ারম্যান পদে ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জানা গেছে,উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নুরুন্নবী চৌধুরী খোকন ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে আব্দুল হাই মাষ্টার,উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে জালাল উদ্দিন মন্ডল,চঞ্চল মাহমুদ হাওলাদার,শাহ মোঃ আরিফুজ্জামান,শাহজাহান সোহাগ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফরিদা পারভীন ,শাহানারা বেগম মীরা ও আকলিমা খাতুন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।