ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল হক শাহীন শিকদারকে বুধবার(১৫ মে) বহিস্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ফরিদুল হক শাহীন শিকদার বরাবর লিখিত এক পত্রে (স্মারক নং-বিএনপি/বহিস্কার/৭৭/১৬১/২০২৪, তাং ১৫ মে-২০২৪) জানানো হয়, দলীয় সিন্ধান্ত অমান্য করে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশ ক্রমে বহিস্কার করা হলো।
এর আগে গত ১৩ মে’২০২৪ তারিখে এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে ফরিদুল হক শাহীন শিকদারকে দলীয় সিন্ধান্ত উপেক্ষা করে আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য তৃতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার না করায়, কেন তার বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবেনা মর্মে কারণ দর্শাও নোটিশ প্রদান করে ৪৮ ঘন্টার মধ্যে জবাব চাওয়া হয়েছিলো।