ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

ভূরুঙ্গামারী সীমান্তে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে ১৫ বিজিবি খাদ্য সামগ্রী বিতরণ করেছে। মঙ্গলবার সকালে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্দ্যোগে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার বিজিবি ক্যাম্পের আওতাধীন আঃ গফুর নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও ফুলবাড়ি বালারহাট বিজিবির আওতাধীন শিমুলবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩ শত ৫০টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ১৫বিজিবি ব্যাটালিয়ান লালমনিরহাটের অধিনায়ক লেঃ কর্নেল এসএম তৌহিদুল আলম পিএসসি ইঞ্জিনিয়ার্স , উপ অধিনায়ক মেজর এম এম শাহ আলম, বাগভান্ডার কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ সাইদুল ইসলাম,শিংঝাড় বিওপি কমান্ডার নায়েব সুবেদার জসিম উদ্দিন, ইউ’পি সদস্য আব্দুল মালেক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খাদ্য সামগ্রী মধ্যে ছিল চাল,ডাল,আটা,ও লবন। উল্লেখ্য, বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় ৩য় পর্যায়ে ১৫বিজিবি ব্যাটালিয়ন লালমনিরহাটের পক্ষ থেকে এ সকল ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

ত্রাণ বিতরণ কালে ১৫বিজিবি ব্যাটালিয়ন, লালমনিরহাটের অধিনায়ক লেঃ কর্নেল এসএম তৌহিদুল আলম পিএসসি ইঞ্জিনিয়াস, সীমান্তবর্তী জন সাধারণকে করোনা ভাইরাসে সতর্ক থাকার পরামর্শ দেন ও সীমান্তে মাদক চোরাচালান ঠেকাতে জনগনের সহযোগীতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *