ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়িতে অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ০৫ জুয়ারিকে আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার চর ভুরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট বাজার সংলগ্ন শফিয়ার রহমানের বাড়ীতে জুয়া খেলারত অবস্থায় ৫ জুয়াড়িকে গ্রেফতার করে থানা পুলিশ ।
গ্রেপ্তারকৃতরা হলেন চর ভুরুঙ্গামারীর নতুন হাট এলাকার আনছার আলীর পুত্র শাফিয়ার রহমান (৩৫) রাজা মাহমুদ এর ছেলে মোঃ ছদরুল (৫৫ )দক্ষিণ তিলাই এলাকার মোহাম্মদ আনার আলীর পুত্র আশরাফুল ইসলাম(৪২)
নতুনহাট এলাকার আবু বকর সিদ্দিক এর পুত্র শহিদুল ইসলাম (৪০)
ইসলামপুর এলাকার মহোর মন্ডলের ছেলে মোঃ আফজাল হোসেন (৩৫)।
পুলিশ জানায় , গোপন সংবাদের ভিত্তিতে রাতে থানা পুলিশের একটি দল নতুনহাট বাজার সংলগ্ন শাফিয়ার রহমানের বাড়ীতে অভিযান চালালিয়ে বাড়িতে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের কাছ জুয়া খেলার সরঞ্জাম সহ ৪টি মোবাইল সেট ও নগদ ৩১৫০০ উদ্ধার করা হয়।

ভূরুঙ্গামারী থানার ওসি মোঃ নজরুল ইসলাম জানান, আটককৃতদের নামে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *