ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের সনদ নিয়ে বিশেষ ব্যবস্থায় নরসিংদী ও মুন্সীগঞ্জে ধান কাটতে যাচ্ছেন ৩৫ জন কৃষি শ্রমিক।

সাম্প্রতিক সময়ের আলোচিত বৈশ্বিক দুর্যোগ করোনা ভাইরাসের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে ধান কাটা শ্রমিকের সংকট দেখা দেয়। ভুরুঙ্গামারী উপজেলার কিছু সংখ্যক শ্রমিক এসব এলাকায় ধান কাটতে যাওয়ার আগ্রহ জানিয়ে কৃষি অফিসে আবেদন করে। এরই প্রেক্ষিতে ভূরুঙ্গামারী সদর ও বলদিয়া ইউনিয়নের নারী ও পুরুষ মিলে ৩৫ জন কৃষি শ্রমিককে নরসিংদীর ঘোড়শাল ও মুন্সিগঞ্জের শ্রীনগরে ধান কাটার উদ্দেশ্যে ভূরুঙ্গামারী থেকে বিশেষ ব্যবস্থায় পাঠানোর উদ্যোগ গ্রহন করে উপজেলা প্রশাসন।

শ্রমিক মতিয়ার রহমান ও আসাদুল জানান, ‘আমরা প্রতি বছর ধান কাটার মৌসুমে ধান কাটতে শ্রীনগর যেতাম। এবছর করোনার কারনে যেতে পারছিনা। তাছাড়া এলাকায়ও কাজ নাই। শুনেছি কৃষি অফিসে দরখাস্ত করলে ওনারা ধান কাটতে পাঠান। তাই আমরা ধান কাটতে যাওয়ার দরখাস্ত করি। আজকে কৃষি অফিসের মাধ্যমে  আমাদেরকে পাঠানোর ব্যবস্থা করেছেন।’

বৃহস্পতিবার (২৩এপ্রিল) বিকেলে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে ডাক্তারী পরীক্ষার সনদ ও উপজেলা প্রশাসনের অনুমতিপত্র নিজ নিজ শ্রমিক দলপতিদের নিকট হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান ও উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন