ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
ভূরুঙ্গামারী উপজেলার ৪নং পাইকেরছড়া ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে গাজিউর রহমান সভাপতি ও ফারুক আহম্মেদ সাধারণ সম্পাদক পদে র্নিবাচিত হয়েছে।
রবিবার পাইকেরছড়া ইউনিয়ন ফেডারেশনে ব্যালট পেপারের মাধ্যমে উক্ত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে তিন জন ও সাধারণ সম্পাদক পদে দুই জন প্রতিদ্বন্ধিতা করেন। উপজেলা আ.লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ছিল ২৫০, এর মধ্যে উপস্থিত ছিলেন ২৪১ জন। র্নিবাচনে ব্যালটের মাধ্যমে গাজিউর রহমান ৮৫ ভোট পেয়ে সভাপতি র্নিবাচিত হন এবং ফারুক আহম্মেদ ১২৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে র্নিবাচিত হয়েছেন।