ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী প্রেসক্লাবের আয়োজনে বার্ষিক বনভোজন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ ফেব্রুয়ারি ) ভুরুঙ্গামারী উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের ভারতীয় সীমান্তের কাছে পুরাতন সোনাহাট রেলওয়ে স্টেশন সংলগ্ন জিরো পয়েন্টে অবস্থিত সোনাহাট ইউনিয়ন ভূমি অফিসের বোটানিক্যাল গার্ডেনে এই আয়োজন করা হয়। ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হকের সভাপতিত্বে দিন ব্যাপী এই আয়োজনে বিভিন্ন ইভেন্টের খেলা শেষে আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী খোকন. উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা শামীমা আক্তার,ভুরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন, ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আপেল মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর আলম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ ও সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক প্রমুখ। ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এতে অংশ গ্রহণ করেন।