ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় মৌলিক স্বাক্ষরতা প্রকল্পে শিক্ষক ও সুপারভাইজারদের বকেয়া বেতনের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলায় কর্মরত প্রকল্পটি প্রায় পাঁচশত শিক্ষক ও পনের জন সুপারভাইজার বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে তাদের ৬ মাসের বকেয়া বেতন ও নিয়োগপত্র প্রদানের দাবি জানান। প্রকল্প বাস্তবায়নের জন্য বাস্তবায়নকারী সংস্থা ছিন্ন মুকুল বাংলাদেশ উপজেলা দশটি ইউনিয়নে ১৫ জন সুপারভাইজার ও ৬শ শিক্ষক নিয়োগ দেয়। প্রকল্পটি ডিসেম্বর মাসে ভূরুঙ্গামারীতে শুরু হয়ে চলতি বছর জুনে শেষ হওয়ার কথা। কিন্তু বিলম্বে শুরু হওয়ায় ২২ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত বর্ধিত করা হয়। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে এলেও নিয়োগ প্রাপ্ত শিক্ষক ও সুপারভাইজারদের কোন প্রকার বেতন দেয়া হয় নাই। অপরদিকে আনুষাঙ্গিক খরচ – ঘর ভাড়া, বিদুৎ বিল, শিক্ষা উপকরণ এখন পর্যন্ত দেয়া হয়নি। প্রকল্পের শিক্ষক মোবারক, কামরুল, সাহিন, সুপারভাইজার মনিরুজ্জামান মিন্টু অভিযোগ করেন বেতনের জন্য বেতন না পাওয়ার ভয় দেখিয়ে সকলের নিকট থেকে ১৮ লক্ষ টাকার ভাউচারে সকলের স্বাক্ষর নেয়া হলেও কোন প্রকার মালামাল বা কোন অর্থ প্রদান করিনি। ভূরুঙ্গামারী উপজেলা মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের পরিচালক আনিসুর রহমান জানান, নিয়োগপত্র প্রকল্প বাস্তবায়নকারী এনজিও ছিন্ন মুকুল বাংলাদেশের দেবার কথা। বিষয়টি তাদের জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগফু রুল হাসান আব্বাসী জানান, বিষয়টি মিমাংসা করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নকারী এনজিওকে নিয়োগ পত্র প্রদানের জন্য বলা হয়েছে। প্রকল্পের পর্যালোচনা শেষে তাদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *