ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে এক বাংলাদেশী নাগরিককে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনি (বিএসএফ) আটক করেছে। আটক ব্যক্তি উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ ঝাশঁজানি গ্রামের বাসিন্দা আহম্মেদ আলীর ছেলে শাকিল (২০)। রোববার ভোর সাড়ে ৫টার দিকে পাথরডুবি ইউনিয়নের ময়দান সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি ও সীমান্ত সূত্রে জানাযায়, রোববার ভোরে একদল গরু পাচারকারী ময়দান সীমান্তে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৬/৬ এস থেকে প্রায় ১৫০গজ ভারতের অভ্যন্তরে ধলবাড়ি নামক স্থানে প্রবেশ করে। ভারতের দিনহাটার ১২৯ দিঘলটারী বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা গরু চোরাকারবারীদের উপস্থিতি টের পেয়ে তাড়া করে। এসময় বাকিরা পালিয়ে গেলেও শাকিলকে আটক করে বিএসএফ। পরে আটক শাকিলকে দিঘলটারী ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ।
কুড়িগ্রাম-২২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মুত্তাকিম বলেন, বিষয়টি আমরাও শুনতে পেরেছি। তবে বিএসএফ এ বিষয়ে এখনও আমাদেরকে অবহিত করেনি। এছাড়া আটক ব্যক্তির পরিবার থেকেও কোনো অভিযোগ পাওয়া যায়নি।