ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে গরু পাচারের সময় বিএসএফের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তি বাংলাশেী না ভারতীয় নাগরিক এনিয়ে কিছুক্ষণের জন্য বিপাকে পড়ে (উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনী)বিজিবি ও বিএসএফ। পরে ভারতীয় বিএসএফ সনাক্ত করে লাশটি ভারতীয় নাগরিকের।
জানাগেছে, সোমবার ভূরুঙ্গামারীর বঁাশজানি সীমান্তে (ভারতের দীঘলটারী) ৯৭৫নং মেইন পিলার এবং ৮ ও ৯ নং সাব পিলারের মাঝখানে জিরো পয়েন্টে গুলিবিদ্ধ এক যুবকের লাশ এবং বাংলাদেশী সীমান্তের অভ্যন্তরে পায়ে গুলি বিদ্ধ অবস্থায় একটি বাছুর গরু পড়ে থাকতে দেখে বিএসএফ সীমান্তে টহল ও আনাগোনা বৃদ্ধি করে। এলাকাবাসীর সন্দেহ হলে তারা ময়দান বিজিবিকে খবর দিলে বিজিবির একটি টহল দলও ঘটনা স্থলে পৌছে। পরে ভারতীয় বিএসএফ সনাক্ত করে লাশটি সীমান্তের নিকটবর্তী দীঘলটারী গ্রামের মানিক শেখের পুত্র আখেরুল শেখ (১৮)। খবর পেয়ে ভারতীয় পুলিশ লাশটি নিয়ে যায়।