ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীতে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২০১৮ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভূরুঙ্গামারী সরকারী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় অংশ গ্রহন করে ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন ফুটবল একাদশ ও বলদিয়া ইউনিয়ন ফুটবল একাদশ। ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন একাদশ দুই শুণ্য গোলে জয়লাভ করে। কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি জাফর আলী প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের ট্রফি বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী,অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির,উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান সিরাজ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আল নোমান,জেলা পরিষদ সদস্য আব্দুল ওয়াদুদ সরকার,জাহাঙ্গীর আলম,কাজী নাজমুল হুদা লাল,মাসুদাডেইজি, মাহবুবা বেগম লাভলী ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন। উল্লেখ্য বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী উপলক্ষে তার স্মৃতিকে স্মরণ এবং মাদক মুক্ত সমাজ গড়তে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা এ খেলার আয়োজন করে।