ভোলা প্রতিনিধি॥
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে বিদ্যূৎ স্পৃষ্টে মো. রুহুল আমিন হাজারী (৫২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারী) বিকাল ৪ টার দিকে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ২ নং ওয়ার্ডের আজিজ হাজারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রুহুল আমিন হাজারী ওই এলাকার মৃত আজিজ হাজারীর ছেলে। সে চার সন্তানের জনক।
নিহতের ছোট ভাই সবুজ হাজারী বলেন, বুধবার দুপুরের নিজ বাড়ির পুকুরে মাছ ধরার জন্য বিদ্যূতিক মটোর সংযোগ দিয়ে পানি সেচ করছেন তারা। বিকাল ৪ টার দিকে হঠাৎ মোটরে সমস্যা দিলে ভাই রুহুল আমিন দেখতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে পড়ে যায়। স্বজনেরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. এনামুল হক বলেন, এই ঘটনা তাদের জানা নেই। তারা খোজঁ খবর নিচ্ছেন।