ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অজ্ঞাতনামা লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, রোববার উপজেলার ফতেপুর দূর্গাপর গ্রামে সরকারী রাস্তার উত্তর পাশে ইব্রাহিমের আমবাগানে ৪৫ বছরের অজ্ঞাতনামা লাশ দেখতে পায় এলাকাবাসি। সাথে সাথে বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশে খবর দিলে দ্রুত ভোলাহাট থানা পুলিশের পুলিশ পরির্দশক(তদন্ত) শামিম হোসেন এসআই আজিম ও সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে ঘটনা স্থলে ছুটে যান। সেখানে গিয়ে সুৎহাল রির্পোট তৈরী করেন। সুৎহাল রির্পোটে আঘাতের দাগ দেখা যায়নি। স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানান বলে জানান পুলিশ পরিদর্শক(তদন্ত) শামিম হোসেন। তিনি বলেন, লাশটি একটি বাঁশের বাতার চাটায়ে চিৎ হয়ে ২হাত মাথার পিছনে রেখে ঘুমানোর মত অবস্থায় দেথতে পান। লাশটির বিষয়ে এলাকাবাসি কেই কিছু বলতে পারেনি। এলাকাবাসি জানান, লাশটি অপরিচিত এ এলাকার নয় বলে জানান। পুলিশ পরিদর্শক ৯তদন্ত) শামিম হোসেন জানান, লাশ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে এবং থানায় অপমৃত্যুে মামলা করা হয়েছে বলে জানান।