ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য্যপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস বুধবার সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজিত ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নকিবুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডাঃ লোকমান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, জেলা পরিষদের সংরক্ষিত আসনের মেম্বার হোসনে আরা পাখি, উপজেলা খাদ্য কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহলত আশরাফুল ইসলাম। ‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’ এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক গোলাম কবির, তেলীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রিজিয়া খাতুন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন