ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃভোলাহাটে আব্দুল মোনেম লিমিটেডের ভিন্ন মাত্রার ইফতার ও দোয়া মাহফিল ইমামনগর হফিজিয়া মাদরাসার আয়োজনে তাজ এন্টারপ্রাইজ প্রোঃ আলহাজ্ব হাফেজ তাজাম্মুল হকের উদ্যোগে শুক্রবার ভোলাহাট কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। ইফতারে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল মোনেমের অর্থায়ণে ভোলাহাট উপজেলার বিভিন্ন এলাকার অতিদরিদ্র, হতদরিদ্রসহ বিভিন্ন পেশাজীবির প্রায় সহস্রাধীক রোজাদার উপস্থিত ছিলেন। ইফতারে উন্নতমানের ইফতারসহ উন্নতমানের (মাংশভাত) খাবার পরিবেশন করা হয়। এ সময় রোজাদারেরা অর্থায়নকারী আয়োজক ও উদ্যোগ গ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ সময় বিশেষ দোয়া পরিচালনা করেন ইমামনগর হাফিজিয়া মাদরাসার হেড মোর্দ্দারেস মাওঃ আব্দুল মালেক।