ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগ ভোলাহাট উপজেলা শাখা আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান শনিবার ভোলাহাট মোহবুল্লাহ কলেজ মাঠে আলহাজ্ব প্রকৌশলি আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। অন্যন্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডাঃ আশরাফুল হক, সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলী শাহ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক রাব্বুল হোসেনসহ অন্যরা। এদিকে বিশেষ দোয়া পরিচালনা করেন, আ’লীগ ভোলাহাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মাওঃ লুৎফর রহমান। আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় সাড়ে ৩ হাজার বিভিন্ন স্তরের নেতাকর্মী সর্মথক উপস্থিত ছিলেন। এর পূর্বে গোহালবাড়ী কবরস্থানে মোতাশাহÍ সভাপতিত্ েগোহালবাড়ী হাটখোলা মসজিদের ওযুখানা, রাস্তা ও কবরস্থানের ওযুখানা ও পানির পাম্প স্থানীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস প্রধান অতিথি থেকে ৬ লাখ টাকার সমাপ্ত কাজের উদ্বোধন করেন । এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হাসান, উপজেলা আ”লীগ শাখার সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলী শাহ, উপজেলা ছাত্রলীগ শাখার সভাপতি মাহালত আশরাফুল হকসহ অন্যরা।