ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাটে মোহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতিম খানার উদ্যোগে শনিবার ঈদে মিলাদুন্ননবী (সঃ) উপলক্ষে র্যালী ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ লক্ষ্যে সকাল ১০টার সময় বজরাটেক মুন্সিগঞ্জ মোহম্মদিয়া জামিয়া শরীফ ইয়াতিম খানা মাদরাসা হতে উপজেলার বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেডিকেল মোড় কাঁচা বাজারে শেষ হয়। পরে মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন, হফেজ কারী মাওঃ শহীদুল্লাহ, মাওঃ মোহম্মদ মহসিনুর রহমান, হাফেজ মোহম্মদ সানাউল্লাহ, মাওঃ মোহম্মদ সালাউদ্দিন, মোহম্মদ শামিউলসহ অন্যরা। পরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, হাফেজ কারী মাওঃ মোহম্মদ শহীদুল্লাহ। সবশেষে উপস্থিত অর্ধস্রাধীক মুসল্লিদের মাঝে বিশেষ তবারক বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন জামে মসজিদে ঈদে মিলাদুন্ননবী উপলক্ষ্যে বিশেষ মোনাজাত করা হয়।