ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
ভোলাহাট টু ঢাকা নারায়নগঞ্জ গামী আরো একটি যাত্রীবাহি বাসের শুভ উদ্বোধন হলো মঙ্গলবার। দেশে প্রত্যন্ত অঞ্চল ভোলাহাট উপজেলা থেকে ঢাকা গামী ২টি যাত্রীবাহি বাস যাতাযাত করতো। এতে ২টি বাসে যথাযথ যাত্রী সেবা দিতে না পারায় আরো একটি বাস চাঁপাই ট্রাভেলস নামে আরো ১টি নতুন নাইট কোচ ‘চাঁপাই ট্রাভেলস’ উদ্বোধন করা হলো। দুপুর ২টায় উপজেলার মেডিকেল মোড়স্থ চাঁপাই ট্রাভেলসের নিজস্ব কাউন্টারে উদ্বোধনি অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস মলিক সমিতির সহসভাপতি অজিউল হকের সভাপতিত্বে ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোরুল ইসলাম প্রধান অতিথি থেকে শুভ উদ্বোধন করা হয় ঢাকা কোচটির। এ সময় বিশেষ অতিথি ছিলেন, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মহসীন আলী, পুলিশ পরিদর্শক(তদন্ত) কবির হোসেন, ভোলাহাট ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইয়াজদানী জর্জ, গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, আওয়ামীলীগ নেতা আফরাজুল হক বাবু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁপাই ট্রাভেলসের ভোলাহাট কাউন্টার মাষ্টার গোলাম কবির, বড়গাছী কাউন্টার মাষ্টার রেজাউল করিম। অনুষ্ঠান পরিচালনা করেন কায়সার আহমেদ। এ সময় বক্তারা বাসের যাত্রীদের সেবার মান বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন। এ সময় বাস মালিক ওয়ালিদ মিয়া বাসের যাত্রীদের যথাযথ সেবা প্রদানের নিশ্চয়তা প্রদান করেন। শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সাবেক বাস মালিক সমিতির সহ সম্পাদক আলহাজ্ব খালেকুজ্জামান সেলিম।