ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ৩ দিনব্যাপি ভোলাহাটে উন্নয়ন মেলা ২০১৮’র সমাপনী অনুষ্ঠান শনিবার শেষ হয়েছে। এলক্ষ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার পর্যন্ত এ মেলা অব্যাহত থাকে। মেলায় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের একটি করে মোট ৪০টি ষ্টল অংশ গ্রহণ করে। এ মেলার উদ্বোধনী দিনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আমিমুল এহসান, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম আনোয়ার, উপজেলা প্রকৌশলী এস.এম. মুঞ্জুর-এ মওলা, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ। মেলার আকর্ষণ-বেলা সাড়ে ১২টায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সেমিনার, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।