ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা জামায়াতের আমীর পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেল-হাজতে প্রেরণের খবর পাওয়া গেছে। থানা সূত্রে জানা গেছে, অফিসার ইনচার্জ মহসীন আলীর নেতৃত্বে সঙ্গিয় পুলিশ ফোর্স নিয়ে সোমবার বিকেল সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী আলালপুর মাদ্রাসা প্রাঙ্গণে নাশকতা সৃষ্টির আশংকায় জড়িত থাকার কারণে উপজেলা জামায়াতের আমীর গোলাপ কবির(৪৫)কে তার কাছে থাকা ব্যাগে ৪টি ককটেলসহ আটক করে। ওসি আরো জানান, উপজেলা জামাতের আমীর গোলাপ কবিরের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির ৮টি মামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি দেশে বর্তমানে নির্বাচনকে কেন্দ্র করে গোলাপ কবিরসহ তার সঙ্গিরা নাশকতা সৃষ্টির জন্য ঐস্থানে তারা গোপন বৈঠকে জমায়েত হয়েছিলো বলে জানান ওসি মহসীন আলী। #